এবার রূপান্তরকামীরাও পাবে স্বাস্থ্যসাথী
রূপান্তরকামীরাও স্বাস্থ্যসাথীর আওতায় আসছেন। অন্তত এমনটাই খবর স্বাস্থ্য দফতরের। আবার বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও স্বতঃপ্রণোদিত হয়ে কয়েকটি জেলা থেকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে।দিনকয়েক আগে স্বাস্থ্যসাথীর রিভিউ মিটিং হয়। বিশেষজ্ঞ কমিটির কাছে যে তথ্য তুলে ধরা হয়েছে তা একদিকে যেমন ইষর্ণীয়, তেমনই খরচসাপেক্ষও বটে।
তথ্য বলছে, রাজ্যে ২ কোটি ৮৫ লক্ষ পরিবার স্বাস্থ্যসাথী পরিষেবার আওতায় এসেছে। মাসে গড়ে ২০০-২২০ কোটি টাকা সরকারের কোষাগার থেকে খরচ হয়। এই সব তথ্যের পাশাপাশি আরও একটি বিষয় নজরে এসেছে বিশেষজ্ঞ কমিটির। রূপান্তরকামীরাও স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছেন। এলাকার সরকারি দফতর থেকে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়েছেন। সংখ্যাটা অন্তত ৪৩ হাজার। বস্তুত, রাজ্যের সর্বস্তরে যে এই পরিষেবা পৌঁছে গেছে এটাই তার বড় প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই বিষয়ে ঢোলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মানবী বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘রূপান্তরকামী হিসাবে যদি ভেটের সচিত্র পরিচয়পত্র ও আধার কার্ড পেতে পারেন তবে স্বাভাবিক নিয়মেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে পারেন রূপান্তরকামী।’’
মানবীর দাবী, ‘‘স্ত্রী থেকে পুরুষ বা বিপরীত লিঙ্গে পরিবর্তিত হয়ে গেলে তাকে রূপান্তরকামী কেন বলা হবে তা ভেবে দেখার সময় এসেছে।’’ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালে গত কয়েক বছরে লিঙ্গ পরিবর্তন করে রূপান্তরিত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাদের দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকতে হয়।
Modi Govt is strict, Delhi Police FIR on attack on Indian High Commission in Londonদু-চার কথা, মাসিক পত্রিকা ভেনুসা- এপ্রিল ২০২৩ সংখ্যা