দু-চার কথা, মাসিক পত্রিকা ভেনুসা- এপ্রিল ২০২৩ সংখ্যা
শিশু থেকে বৃদ্ধ আমাদের বাড়ির প্রায় সকলের কাছে স্মার্ট ফোন একপ্রকার অপরিহার্য হয়ে উঠেছে। অথচ আজ থেকে বেশ কিছু বছর আগে অবধি বই পড়ার নেশাটা বেশ ভালো মতই চোখে পড়ত । বিশেষ করে যারা ৫০ থেকে ৯০ এর দশকে জন্মেছেন তারা একথাটা অস্বীকার করতে পারবেন না যে , বর্তমান সময়ে বই বা পত্রিকা পড়ার সংখ্যা বা পাঠক সংখ্যা কমেছে । যদিও কমে যাওয়ার হার প্রিন্টেড বই , ম্যাগাজিন, খবরের কাগজ- এই সবে হলেও স্মার্ট প্রজন্ম অ্যানরয়েড ফোনেই আজকাল দেখা ও পড়ার কাজ করে ফেলেন । তবে ব্যতিক্রম কি হয় না ? হয়। এখনও মানুষ বইমেলা বা বই পাড়ায় যান একমাত্র তাঁর প্রিয় বই, ম্যাগাজিন, লেখক, প্রকাশক এসবের খোঁজে ।
সেই ভালোবাসার উদ্দেশ্যকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে অন্যদের মত আমরাও সহযোগী হওয়ার ইচ্ছা রেখেছি । এবার থেকে আমরা প্রতি মাসে প্রিন্টেড ম্যাগাজিন উপহার দিতে চলেছি । মাসিক পত্রিকার নাম 'ভেনুসা'।
সমগ্র বিশ্বের কিছু অংশকে আপাতত সামনে আনার প্রচেষ্টা করছে টিম ভেনুসা। যাতে 'ভেনুসা ' ম্যাগাজিন আপনাদের খুব কাছের পত্রিকা হয়ে ওঠে । সাহিত্য, সংস্কৃতি, রান্না , ব্যবসা, রূপচর্চা , বাচ্চাদের ড্রয়িং ,মেডিসিন আর রিসার্চ এই বিভাগগুলিকে সাধ্য অনুসারে পূর্ণ রূপে সাজিয়ে আপনাদের সামনে তুলে আনা হবে।
এ সব কিছুর সঙ্গী হতে পারেন আপনিও । প্রাচ্য-পাশ্চাত্য এবং প্রখ্যাতদের সাথে নবাগত - এই দুয়ের মেলবন্ধন আমাদের ভেনুসা মাসিক পত্রিকার লক্ষ্য। এখানে ইচ্ছুক ব্যক্তিবর্গরা নিজেদের লেখা/ বিজ্ঞান/ রন্ধন ইত্যাদি পাঠাতে পারেন। নিচে বিস্তারিত ভাবে দেওয়া হল।
আমাদের কিছু নিয়মাবলী রয়েছে যেমন শব্দ সংখ্যা (ভাষা- বাংলা/ ইংরাজি) -
বড় গল্প- ১০০০ শব্দের মধ্যে হতে হবে।
অণু গল্প- ৬০০ শব্দ।
প্রবন্ধ-১২০০ শব্দ।
এছাড়াও রয়েছে ছোটদের জন্য একটি বিভাগ, যেখানে কচিকাঁচারা নিজেদের হাতে আঁকা কিছু ছবি আমাদের পাঠাতে পারে। শুধুমাত্র এক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর বয়সী বাচ্চারা ছবি দিতে পারবে। বড়দের ক্ষেত্রে যারা লেখা পাঠাবেন তাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, শব্দ সংখ্যা অতিক্রম করা যাবে না। এবং লেখার শেষে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর ও শব্দ সংখ্যা লেখার নিচে রাখতে হবে। এবং আমাদের যে মেইল আইডি রয়েছে তাতে মেইল মারফত পাঠাতে হবে। (venusatntmag@gmail.com)
এর পাশাপাশি রাখা হয়েছে আরো অনেক সেগমেন্ট। তাতে রয়েছে- মাইটি শেফ, এখানে আপনারা আপনাদের রান্নার প্রণালী ও ছোট ভিডিও মেইল মারফত পাঠাতে পারেন (venusatntmag@gmail.com)
এছাড়াও রয়েছে গ্ল্যাম টিপস্ অর্থাৎ রূপচর্চা। রূপচর্চার কিছু ঘরোয়া উপায় আপনারা পাঠাতে পারেন এক্ষেত্র শব্দ সংখ্যা হবে ১০০।
রয়েছে ব্যবসা সংক্রান্ত ছোট্ট ছোট্ট টিপস্, যেখানে কি ভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সংক্রান্ত কিছু টিপস ২০০ শব্দে পাঠাতে পারেন।
এখানে আরও একটি সেগমেন্ট আমারা রাখছি সেটি হল 'নলেজ ওয়ার্ল্ড', এখানে আপনারা চিকিৎসা ও রিসার্চের উপর ও প্রতিদিনের ভালো থাকার প্রতিবেদন গুলি ৪০০ শব্দে পাঠাতে পারেন।
এক্ষেত্রেও ওই একই প্রসেস।
মেইল মারফত লেখা পাঠাতে হবে এবং লেখার নীচে শব্দ সংখ্যা, নিজের নাম ঠিকানা ও ফোন নম্বর অবশ্যই লেখার নিচে রাখতে হবে। কোন মাসের জন্য লেখা আর লেখা গুলি প্রত্যেকেই MS WORD ফাইলে আমাদের মেইল আইডি (venusatntmag@gmail.com) এ পাঠাতে হবে। নতুবা আপনার সৃষ্টিকে বাতিল করে দেওয়া হবে। প্রতিমাসের মনোনীত নাম আমাদের ফেসবুক পেজ TNTGL মিডিয়াতে প্রকাশ করা হবে । তাই মিডিয়া পেজটি ফলো করে রাখতে পারেন ।
এবার রূপান্তরকামীরাও পাবে স্বাস্থ্যসাথীदिल्ली की सीबीआई कोर्ट में लालू-पुत्र तेजस्वी! पूछताछ जारी है