ইডির প্রশ্নে কেঁদে ভাসাচ্ছে অনুব্রতকন্যা, বাবার সঙ্গে তিহাড়ে দেখা করতে চান মেয়ে
হেফাজতে নেওয়ার পর থেকে সুকন্যা মণ্ডলকে টানা জেরা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। একের পর এক প্রশ্ন আসছে অনুব্রত মণ্ডলের মেয়ের দিকে। সূত্রের খবর, তদন্তকারীদের প্রশ্নে কান্নায় ভেঙে পড়েছেন সুকন্যা। শুধু বলেছেন, ‘আমি কিছু করিনি। ব্যবসা সংক্রান্ত কোনও নথি দিতে পারব না।’
সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের কাছে সুকন্যার আর্জি, বান্ধবীর সঙ্গে কথা বলতে দেওয়া হোক তাঁকে। শুধু তাই নয়, তিহাড়ে বাবার সঙ্গেও দেখা করতে চান সুকন্যা।বুধবার বিকেলে পর অনুব্রতর মেয়েকে গ্রেফতার করেন গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।
সেই হেফাজতে জেরা চলছে তাঁর। ইডি সূত্রে খবর, সুকন্যার নামে যে বিপুল সম্পত্তি আছে তার উৎস জানার চেষ্টা চলছে।গোয়েন্দাদের অনুমান, গরু পাচারের টাকায় অনুব্রত মেয়ের নামে সম্পত্তি করেছে। সেই বিষয় সুকন্যার থেকে জানার চেষ্টা করছেন তাঁরা।
পাশাপাশি, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন নানা সময়ে সেই অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা পড়েছে। এই বিষয়ে সুকন্যার থেকে জানতে চাওয়া হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে, ইডি সূত্রে খবর। সুকন্যার দাবি, যাঁরা টাকা রেখেছেন, তাঁরাই বলতে পারবেন।
BBC chairman resignedThe monorail will be launched soon at Kolkata