সব বিরোধীকে একজোট হয়ে বিজেপিকে কুর্সি থেকে হটাতে হবে, বললেন মমতা
জাতীয় স্তরে সব বিরোধী দলের জোট চেয়ে এ বার সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘সব বিরোধীদের বলব, এমন কোনও বিরোধী দল নেই, যাদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে না।
কোন পর্যায়ে পৌঁছেছে! কে বাকি রয়েছে? সবাই বলতে পারে না, চুপচাপ থাকে।’’ তারপরই তাঁর মন্তব্য, ‘‘সব বিরোধীদের একসঙ্গে লড়তে হবে। বিজেপিকে কুর্সি থেকে হটাতে হবে।’’
এদিন অবশ্য মমতার বক্তব্য ছিল অনেকটাই আলাদা। তিনি কংগ্রেসের নাম করে কোনও ‘কটাক্ষ’ করেননি। শুধু জানিয়ে রেখেছেন, ‘‘কে নেতা হবেন, এটা তার লড়াই নয়। দেশের সব নাগরিক নেতা। এটা দেশ বাঁচানোর লড়াই। মানুষের সঙ্গে বিজেপির লড়াই।’’
তাৎপর্যর্পূর্ণ ভাবে এ দিন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুলের মোদী-মন্তব্য সমর্থন করেন না জানিয়েও তাঁর বিরুদ্ধে যে আইনে পদক্ষেপ করা হয়েছে, সেই পথেই প্রধানমন্ত্রীর পদ খারিজের দাবী তুলেছেন অভিষেক।
বিরোধী ঐক্য নিয়ে মমতার এই অবস্থান নিয়ে অবশ্য কটাক্ষই করেছে অন্যতম প্রধান দুই বিরোধী কংগ্রেস ও সিপিএম। প্রদেশ কংগ্রেস নেতা ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘এই আহ্বানে উনি নিজে যথার্থ ভাবে বিশ্বাস করেন কি না, তা নিয়ে সংশয় আছে।
যে সব রাজ্যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে, সেখানে গিয়ে তৃণমূলের ভূমিকা তো বিজেপিকেই সাহায্য করেছে।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে তো বটেই।
आज का राशिफल 30 मार्च 2023Critically ill Pope Francis, hospitalized in Rome with respiratory problems