অশান্তি সৃষ্টি হলেই আইনি পদক্ষেপ নেব, রামনবমীর মিছিল নিয়ে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি মমতার
বৃহস্পতিবার রামনবমী ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হলে সরকার চুপ থাকবে না। এ বার আগে থাকতেই সরকারের নীতি জানিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘কোনও রকম গোলমালের পরিবেশ তৈরি হলেই আইনি পদক্ষেপ করা হবে।’’
বৃহস্পতিবার অর্থাৎ আজ রামনবমী। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে এক হাজারের বেশি জায়গায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ২০টি জায়গায় অস্ত্র মিছিলের পরিকল্পনা রয়েছে বলে জেনেছে প্রশাসন। সে কথা জেনেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক সতর্কতার কথা শুনিয়ে রেখেছেন।
বিজেপির তরফে জানানো হয়েছে, কোনও মিছিল না করলেও দলের নেতাকর্মীরা গোটা রাজ্যেই বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। এমনই পরিবেশে মমতা জানালেন, মিছিলে প্রশাসন বাধা না দিলেও কোনও রকম গোলমাল হলেই আইনি পদক্ষেপ করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার রামনবমীতে তিনটি মিছিলে শামিল হবেন বলে জানিয়েছেন।
आज अन्नपूर्णा पूजा है, घर में जीवन भर दूध-चावल में रहने के लिए इस नियम का पालन करेंआज का राशिफल 30 मार्च 2023