চুপ থাকলে পরিস্থিতি আমার বিরুদ্ধে যাচ্ছে,তাই এবার মুখ খুলবো, বললেন পার্থ চট্টোপাধ্যায়
তিনি ভেবেছিলেন, কিছু বলবেন না। নীরবই থাকবেন। কিন্তু দেখছেন, চুপ করে থাকলে পরিস্থিতি তাঁর বিরুদ্ধে চলে যাচ্ছে। তা-ই তিনি এ বার থেকে মুখ খুলবেন। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরার ফাঁকে আদালত চত্বরে ঘনিষ্ঠদের এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
আজ অর্থাৎ বৃহস্পতিবার আদালতে ঢোকার আগেই তিনি সিপিএমের সুজন চক্রবর্তী এবং বিজেপির দুই শীর্ষনেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, এঁরা তাকে নিয়োগের জন্য সুপারিশ করতে বলেছিলেন। কিন্তু তিনি তা করেননি। কারণ, তিনি ‘নিয়োগকর্তা’ ছিলেন না। তিনি মন্ত্রী ছিলেন। দিলীপ অবশ্য তার জবাবে চাঁচাছোলা জবাব দিয়েছেন। পার্থ-ঘনিষ্ঠদের বক্তব্য, তাদের কাছে প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, যে লোক (তিনি) পাঁচ বছর ধরে রাস্তায় বসে কাজ করেছে, করোনা সামলেছে, সে কখনও চুরি করতে পারে না! যারা তা জানেন, তারা কখনও তার সম্পর্কে খারাপ কিছু বলতে বা লিখতে পারবেন না। পার্থ তার ঘনিষ্ঠদের আরও বলেছেন, তিনি কখনও অন্য কোনও কেন্দ্র থেকে লড়েননি। একই কেন্দ্র থেকে পাঁচ বার জিতেছেন। সৎ না-হলে মানুষ তাকে অত বার জেতাতেন না।
एज ने 'द डेमन' फिन बैलर को रैसलमेनिया 39 में मिलने के लिए आमंत्रित किया WWEAjay Banga, the US-nominated candidate for the post of president of the World Bank, is on a visit to India