বাড়বে তাপমাত্রা, পেরিয়ে যাবে ৪০ ডিগ্রির গণ্ডি
চৈত্রের শেষেই আসতে চলেছে ফাটিয়ে গরম। বাংলা বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহবিদরা৷ নতুন বছরের শুরুতে কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা, আশঙ্কা আবহাওয়া দফতরের।আজ সোমবার থেকে ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠবে। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে রবিবার তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম ও শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের দু-এক জেলায় সম্ভাবনা ছিটে-ফোঁটা বৃষ্টি হতে পারে।এই গরমে ত্বকে জ্বালাপোড়া ভাব আসতে পারে। লু বইবার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না।কলকাতায় আংশিক মেঘলা আকাশ।
বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। শুক্র-শনিবার নাগাদ ৪০ সেলসিয়াস ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
রবিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে নিজেকে শেষ করে দেব, ED-CBI লাগবে না’,বললেন ফিরহাদराशिफल 11 अप्रैल 2023