তৃণমূলের রাজ্যসভার পদ ত্যাগ করলেন গোয়ার লুইজিনহো ফেলারিও
সোমবার জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের (TMC) থেকে সর্বভারতীয় দলের মর্যাদা কেড়ে নিয়েছিল। কাকতালীয়ভাবে দেখা গেল, মঙ্গলবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলারিও (Luizinho Faleiro)।
সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলেছিলেন, লুইজিনহোকে রাজ্যসভায় পাঠানো তৃণমূলের ভুল হয়েছিল। এবার তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন।
তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই লুজিনহো ফেলারিওকে তৃণমূল রাজ্যসভায় পাঠিয়েছিল অর্পিতা ঘোষের জায়গায়। অর্পিতাকে নির্দেশ দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ মতো তা করেওছিলেন নাট্যকার অর্পিতা। তারপর ২০২১ সালের নভেম্বরে তৃণমূলের হয়ে মনোনয়ন দেন ফেলারিও। কিন্তু সেই তিনিও ছেড়ে দিলেন রাজ্যসভার সাংসদ পদ।
লুইজিনহোর সঙ্গে আরও কিছু কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু গোয়ার ভোটের সময়ে দেখা গিয়েছিল তাঁরা কেমন যেন গা ছেড়ে দিয়েছেন। এমনকী লুইজিনহোকে বিধানসভায় প্রার্থী করার পরেও তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে তৃণমূলের সঙ্গে তেমন কোনও সম্পর্ক রাখতেও দেখা যায়নি লুইজিনহোকে।
ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! এই নিয়ে ছ’বার, পরবর্তী শুনানি ২৪ এপ্রিলA child's intelligence develops quickly if caressed, say researchers