অমর্ত্যের জমি নিয়ে এখনই কোনো পদক্ষেপ নিতে পারবে না বিশ্বভারতী, জানিয়ে দিল হাই কোর্ট
অমর্ত্যের বিরুদ্ধে বিশ্বভারতীর ১৩ ডেসিমাল জমি দখলের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে পনেরো দিনের সময়সীমার মধ্যে ওই জমি খালি করার নোটিস দেয় বিশ্বভারতী। এমনকি সেই সময়ের মধ্যে জমি খালি না করলে বলপ্রয়োগ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এবার সেই বিষয়টি নিয়েই মতামত দিল কলকাতা হাইকোর্ট।
জেলা আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে কোন ভাবেই কোনো পদক্ষেপ করতে পারবেন না বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ অর্থাৎ বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। জানা গিয়েছে, বিচারপতি বিভাসরঞ্জন দে-র নির্দেশ, জমি খালি করার জন্য এস্টেট অফিসারের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তারই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।
এর আগেই উচ্চ আদালত জানিয়ে ছিল, জমি সংক্রান্ত বিষয়ে এখনই পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। অমর্ত্যের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, অমর্ত্যের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র সামনে বাউল শিল্পীদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে বসার। এ নিয়ে ওই বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে নির্দেশ দেন তিনি। যদিও এর আগেও জমি বিতর্কে বার বার অমর্ত্যের সমর্থনে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
Make pizza easily at home"We will all return our medals", was the big announcement of the wrestlers sitting on Dharna