ফের চাপে রাজ্য, চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। রাজ্যে যখন বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি কর্মচারীদের ক্ষোভ বাড়ছে, ঠিক তখনই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব। খুব তাড়াতাড়ি এই সুবিধা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের এক কোটিরও বেশি কর্মচারী।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই ডিএ বৃদ্ধির জন্য কেন্দ্রের তরফে ১২ হাজার ৮১৫ কোটি টাকা খরচ করা হবে। নতুন প্রস্তাব কার্যকর হলে আগের ৩৮ শতাংশের বদলে ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।
সাধারণ জিনিসপত্রের বর্ধিত দাম এবং অন্যান্য মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দু’বার ডিএ বৃদ্ধি করা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির হার এবং অন্যান্য নির্ধারক সূচকে নজর রেখেই ডিএ বৃদ্ধির হিসাব কষেন বিশেষজ্ঞরা। এতে সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা তাঁদের পেনশন প্রাপক আত্মীয়রাও ওই বর্ধিত ডিএ-র সুবিধা পান।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির খবরে স্বাভাবিক ভাবেই ডিএ নিয়ে আন্দোলন, রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষোভ বাড়বে। সেই সঙ্গে ‘ডিএ দিতে অপারগ’ বলে ঘোষণা করা রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
In the Lok Sabha passed the money bill, Debt Mutual Fund-except what other changes!आज का राशिफल, 25 March 2023