এসএসসির গ্রুপ সি এবং নবম-দশমের শূন্যপদে এখনই নিয়োগ নয়,ফের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
চাকরি বাতিল নিয়ে কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা। ওই মামলায় এসএসসির গ্রুপ সি এবং নবম-দশমের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাই কোর্ট। জানা গিয়েছে, ৭ দিনের জন্য ওই শূন্যপদগুলিতে কোনও নিয়োগ করতে পারবে না এসএসসি।
চাকরিহারারা শীর্ষ আদালতে তাদের চাকরি বাতিলের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে জানান, হাই কোর্ট তাদের বক্তব্যকে গুরুত্ব দেয়নি। তাই তাদের বক্তব্য শুনতে হবে। নবম-দশমে ৬১৮ জন এবং গ্রুপ সি-র ৮৪২টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছিল এসএসসি। শুক্রবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়া এই নিয়োগ প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেন।
গত ১৩ ফেব্রুয়ারি হাই কোর্টের নির্দেশে এসএসসি নবম-দশমে ৬১৮ জনের সুপারিশপত্র বাতিল করে। এই চাকরিপ্রাপকদের বিরুদ্ধে উত্তরপত্রে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। এসএসসি-র তরফে এই অভিযোগের সত্যতা স্বীকার করে নেওয়া হয়।
बासी चावलों को बिना फेंके स्वादिष्ट खिचड़ी बनाइएAfter cancellation of the post of MP, there is an attempt to evict Rahul from his residence in Delhi