আজ থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়ার দাপট, কলকাতায় কী পূর্বাভাস জানুন
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়তে পারে সোমবার। রবিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। হালকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও শহরতলি। দক্ষিণের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।
মঙ্গলবারও বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। কোথাও কোথাও বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। সোমবার সারা দিন কলকাতায় মেঘলা আকাশ, বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
Apple, saffron will reach the destination quickly on the new railway, said the railway minister
The state will surprise the President at the reception, a special event will be held at the Netaji Indoor Stadium