তাপপ্রবাহের প্রথম দিনেই শীর্ষে পানাগড়
১৩ থেকে ১৭ এপ্রিলের তাপপ্রবাহের প্রথম দিনেই রাজ্যে শীর্ষে পানাগড়। সেখানে পারদ ছুঁয়েছে ৪২.২ ডিগ্রি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া। সেখানে পারদ ৪১.৬ ডিগ্রি। পাশাপাশি ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলল কলকাতার আলিপুর। অন্যদিকে ৪১ ডিগ্রি পেরিয়ে গেল সল্টলেক।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আরও চার থেকে পাঁচ দিন। অস্বাভাবিক গরম এবং লু-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।পাশাপাশি কলকাতায়ও তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বেলা বাড়লে লু-এর মতন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়ছে।
পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমাঞ্চলের জেলা সহ বাকি সব জেলাতেই শুক্রবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপ প্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বাকি জেলাতে হট এবং ডিসকম্ফোর্ট ওয়েদার থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
जानिए खूबसूरती में बेसन के 5 जादुई इस्तेमालThese reptiles have many legs, but they cannot see