রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা,বাড়ছে বোনাস!
ডিএ আন্দোলন নিয়ে যখন সরগরম রাজ্য, তখন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একাধিক বড় ঘোষণা করল রাজ্য সরকার৷ এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানালেন, চলতি বছরে বাড়ানো হবে সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস৷
এছাড়া, বাড়বে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও৷এই বোনাসের বিষয়টি ছাড়াও এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷বড় বদল এসেছে মন্ত্রিসভাতেও।
বৈঠক শেষে বেরিয়ে মানস ভুঁইয়া জানান, ২০২২ সালে adhoc বোনাস ছিল ৪৮০০ টাকা৷ সেই বোনাসই ২০২৩ এ বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। এছাড়া, গত বছর সরকারি কর্মীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা৷ এ বছর সেটা বাড়িয়ে ১৬ হাজার টাকা হচ্ছে বলে জানান মন্ত্রী।
বকেয়া ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারের পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। চলতি বছরের ফেব্রুয়াতিতে ২০ এবং ২১ ফেব্রুয়ারি, এই ২ দিন পেন ডাউন কর্মসূচি পালন করেন আন্দোলনকারী কর্মচারীরা। তারপরেও গত ১০ মার্চ রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারী৷
A new species of trapdoor spider has been discovered in Australia
উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠির ‘শাস্তি’, ৭ অধ্যাপককে শোকজ বিশ্বভারতীর