প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, এপ্রিল থেকে দাম বাড়ছে জীবনদায়ী ওষুধের
মূল্যবৃদ্ধির বাজারে আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে নয়া অর্থবর্ষে বাড়তে চলেছে অত্যাবশ্যক ওষুধের দামও। ১ এপ্রিল থেকেই ব্যথানাশক, অ্যান্টিইনফেক্টিভ, হৃদরোগের ওষুধ, অ্যান্টিবায়োটিক সহ ৮০০ রকম ওষুধের দাম বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। গড়ে ১২ শতাংশ হারে বৃদ্ধি পাবে যাবতীয় ওষুধের দাম।
গত বছর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ১০.৭ হারে ওষুধের মৃল্যবৃদ্ধিতে অনুমতি দিয়েছিল। চলতি বছরেও সরকার ওষুধ কোম্পানিগুলিকে বার্ষিক পাইকারি মূল্য সূচক (WPI)-এর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখে দাম বৃদ্ধির অনুমতি দিতে প্রস্তুত বলে জানা গিয়েছে। ড্রাগস প্রাইস কন্ট্রোল ২০০৩-এর নিয়ম অনুযায়ী প্রতি বছরই ওষুধের পাইকারি মূল্যে পরিবর্তন হয়ে থাকে।
চলতি বছরে ৩৮৪টি মলিকিউলের দাম, যা প্রায় ২৭ টি থেরাপির ৯০০ ফরমুলেশনের সঙ্গে মিলে যায় তাঁর দাম ১২ শতাংশের বেশি বাড়ব বলে মনে করা হচ্ছে। এই নিয়ে টানা দ্বিতীয় বছর মূল্যবৃদ্ধির হার অ-নির্ধারিত ওষুধের ক্ষেত্রে অনুমোদিত হারের তুলনায় বেশি। অন্য নন শিডিউল্ড ড্রাগ, যা দামের নিয়ন্ত্রণের বাইরে, তাঁদের দাম বাড়ার হার প্রতি বছরে ১০ শতাংশে নির্ধারিত। ডব্লিউপিআই-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২১ সালে এই বৃদ্ধির হার ছিল ১০ শতাংশের বেশি। সাধারণত এই দাম বৃদ্ধির হার খুব কম হয়ে থাকে।
Sachin's son Arjun in the first eleven of Mumbai Indiansএবার থেকে রাজভবনে প্রবেশাধিকার সাধারণ মানুষেরও, মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি