পঞ্চায়েত ভোটের আগে চমক মুখ্যমন্ত্রীর, জেলায় জেলায় পৌঁছে দিচ্ছে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স
রাজ্যে চালু হচ্ছে নিখরচায় হাইটেক অ্যাম্বুল্যান্স পরিষেবা। অর্থাৎ এবার অ্যাম্বুল্যান্সে মিলবে মিনি হাসপাতালের পরিষেবা। এরকমই প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রথমত এই ধরনের অ্যাম্বুল্যান্স ৩০টি চালু করা হচ্ছে। মূলত কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগনা এই তিন জেলায় দুটি করে এবং বাকি জেলাগুলিতে একটি করে থাকবে এই অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স।
প্রতিটি জেলা ও স্বাস্থ্য জেলায় মুখ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অফিস থেকে এই অ্যাম্বুল্যান্সগুলির পরিষেবা পরিচালিত হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই অ্যাম্বুল্যান্সগুলিতে রয়েছে ট্রান্সপোর্ট ভেন্টিলেটর, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, পোর্টেবল সাকশন মেশিন, মনিটর, ডিফব্রিরিলেটার, সিরিঞ্জ পাম্প ও স্পাইন বোর্ডস।
পথ দুর্ঘটনাকে সামাল দেবার জন্য রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী নির্দেশে চলছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। জেলা থেকেও এই পরিষেবা বিনা খরচায় পাওয়া যাবে। পঞ্চায়েত ভোটের আগে এই পরিষেবা কে বিশেষ মাস্টার্স স্ট্রোক হিসাবেই মনে করছে রাজনৈতিক মহল।
Corona infection increased again, mock drill started in hospitalsKnow 6 Best Scientific Ways to Control Anger